বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ন
সামিউল ইসলাম সানি, সিনিয়র স্টাফঃ
ধর্ম যার যার রাষ্ট্র সবার’ সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’ শ্লোগানকে সামনে রেখে পাটগ্রামে হিন্দু জনগোষ্ঠী’র গণঅবস্থান মাননবন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু জনগোষ্ঠী। এসময় দিনাজপুরের পার্বতীপুর’ কুমিল্লার মুরাদনগর এলাকায় সংখ্যালঘু সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির আক্রমণ, অগ্নিসংযােগ, নারী নির্যাতন, সামাজিক যােগাযােগ মাধ্যমে ও সভা-সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যাহত কটুক্তির প্রতিবাদ জানানো হয়েছে।
এছাড়াও গ্রেফতারকৃত ছাত্র-ছাত্রীদের আশু মুক্তি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবীতে গণঅবস্থান বিক্ষোভ সমাবেশে যোগ দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পাটগ্রামের নেতারা।
গতকাল শনিবার পাটগ্রাম পৌরবাজার চৌরাস্তা মোড়ে সন্ধ্যার আগে ও বিকেলে শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দিরে এসব কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির পাটগ্রাম উপজেলা সভাপতি রতন কুমার সাহা,পাটেশ্বরী মন্দির কমিটি’র সভাপতি রঞ্জিত কুমার সাহা,সেক্রেটারি অনুপ কুমার রায় লিটন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বিষ্ণু পদ রায়সহ আরও অনেকে।
বক্তারা এদেশে সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে আলাদা আইন ও সংখ্যালঘু মন্ত্রনালয়সহ চারদফা দাবী জানিয়ে সরকারের কাছে জান মালের নিরাপত্তা চান সংখ্যালঘু সম্প্রদায়।
Leave a Reply