বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১১:২৬ পূর্বাহ্ন
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা কেন্দ্রিয় মন্দির শ্রী শ্রী মা-পাটেশ্বরী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা, পৌর ও ছাত্র যুব পরিষদের কমিটি গঠন করা হয়েছে।এসব নবনির্বাচিত কমিটি’র সকলকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন পাটগ্রাম পৌরসভার মেয়র মোঃ শমসের আলী।তিনি নবনির্বাচিত কমিটি’র সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।
গত তিনদিন আগে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাটগ্রাম পৌর শাখার সভাপতি বাবু মৃনাল রঞ্জন রায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সাব-রেজিস্টার বাবু হিরা লাল রায়,সভাপতি, লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদ। বিশেষ অতিথি ছিলেন- অরুন রায়, যুগ্ম সম্পাদক,জেলা পূজা উদযাপন পরিষদ, নরেশ চন্দ্র রায় কোষধ্যক্ষ জেলা পূজা উদযাপন পরিষদ, সুবল চন্দ্র রায়, সহ সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদ, বাবু রতন কুমার সাহা সভাপতি, পূজা উদযাপন পরিষদ,পাটগ্রাম উপজেলা শাখা।
এবারের সম্মেলনে পাটগ্রাম পৌর এলাকার সকল সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাটগ্রাম পৌর শাখার সভাপতি- বাবু সঞ্জীব কুমার সাহা ও সাধারন সম্পাদক- বাবু অনুপ কুমার রায় লিটনকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পাটগ্রাম পৌর শাখার সভাপতি – বাবু বিশ্বজিৎ হিসাবিয়া আলো ও সাধারন সম্পাদক পলাশ সাহা এবং
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ পাটগ্রাম পৌর শাখার সভাপতি- জয় কুন্ড,
সাধারন সম্পাদক- প্রান্ত ঝা পাপু নির্বাচিত হোন।
পাটগ্রাম শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত ২০২০ সম্মেলনের আয়োজন সফল ও সার্থক করার জন্য সার্বিক দায়িত্ব পালন করেন মন্দির কমিটির সভাপতি বাবু রঞ্জিত কুমার সাহাসহ বিভিন্ন এলাকার হিন্দু নেতৃবৃন্দ।
Leave a Reply