রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:১৫ অপরাহ্ন
সানি,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা খানের বাজার এলাকায় আজ সোমবার বিকেলে একটি হৃদয়বিদারক মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।লালমনিরহাট থেকে বুড়িমারী গামী একটি চলন্ত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই হাতীবান্ধা থানার দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে ট্রাকের চাকার নীচে পরেন এমন দৃশ্য অনেকে দেখেছেন বলে জানান।নিহত এসআই আব্দুল মতিন সরকার ও কনস্টেবল মুজিবুল হকের ছিন্নভিন্ন খন্ডিত লাশ হাতীবান্ধা ফায়ার সার্ভিস উদ্ধার করেন।এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করেছেন স্থানীয় জনতা।
থানাও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বড়খাতা ইউনিয়নে মামলার তদন্ত কাজ সেরে বেলা আনুমানিক আড়াইটার দিকে থানায় ফেরার পথে খানের বাজার নামক এলাকায় বুড়িমারী গামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ওই দু’জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এ ঘটনায় লালমনিরহাট এসপি আবিদা সুলতানা,বি-সার্কেল এএসপি তাপস কুমার সরকার,হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলমসহ একাধিক পুলিশ কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন।জেলা পুলিশসহ বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য এমন ঘটনায় খুবই মর্মাহত বলে লালমনিরহাটের অনেক পুলিশ সদস্য মন্তব্য করেছেন।
উল্লেখ্য এসআই মতিন ও কনস্টেবল মুজিবুল দু’জনে জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) শাখায় কর্মরত ছিলেন।মাস তিনেক আগে এসআই মতিন বদলি হয়ে পার্শ্ববর্তী থানা হাতীবান্ধায় যোগদান করেন বলে জানা যায়।
Leave a Reply