রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:২৮ অপরাহ্ন
বার্তা ডেস্কঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সড়ক দূঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হওয়া পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন ও কনস্টেবল মহিবুল ইসলামের লালমনিরহাট পুলিশ লাইনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে, নামাজে জানাজা শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন পুলিশ সুপার আবিদা সুলতানা। এসময় পুলিশ লাইনে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, সোমবার বিকালে লালমনিরহাট – বুড়িমারী মহা সড়কের খানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত।
পুলিশ জানান, হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এস আই আব্দুল মতিন ও কনস্টবল মুজিবুল আলম ওরফে হাজী মটর সাইকেল যোগে বড়খাতা থেকে হাতীবান্ধা থানা ফেরছিলো। খানের বাজার এলাকায় পাথর বোঝাই ট্রাক পার হতে চেষ্টা করলে ট্রাকের নিচে ঢুকে পড়ে মটর সাইকেলসহ তারা। এতে ঘটনা স্থলেই তাদের মৃত্যু ঘটে। এস আই আব্দুল মতিনের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও কনস্টবল মুজিবুল আলমের বাড়ি রংপুরের গঙ্গাচড়ায়। ট্রাকটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে।
Leave a Reply