শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৬:৩৬ পূর্বাহ্ন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি ঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে অভিযোগ করা হয়েছে।
গত শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি লিখত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত ওই চার সাংবাদিক হলেন, উপজেলার দইখাওয়া এলাকার মৃত আনসার আলীর পুত্র ও দৈনিক অন্য দিগন্তের হাতীবান্ধা প্রতিনিধি হুমায়ুন কবির প্রিন্স, একই পত্রিকার ভেলাগুড়ি ইউপি প্রতিনিধি শিপন দেওয়ান, লালমনিরহাট প্রতিনিধি চন্দ্র শিখোর এবং রংপুর প্রতিনিধি সাজু আহম্মেদ রুবেল।
লিখত অভিযোগে উল্লেখ আছে যে, গত ২৮ জানুয়ারি দৈনিক অন্য দিগন্ত প্রত্রিকায় ‘ভেলাগুড়ির ইউপি চেয়ারম্যান দুর্নীতির সুপারম্যান’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ওই চার সাংবাদিক আমার প্রতিপক্ষদের কু-পরামর্শে ও প্রলোভনে এ সংবাদ প্রকাশ করে। যাতে আমি আগামী ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে দাড়াতে না পারি। এই সংবাদ প্রকাশে আমি সামাজিক ভাবে জনগণের নিকট হেয় প্রতিপন্নসহ ভীষন মান সম্মানহানীর সম্মুখিন হইতেছি।
এ বিষয়ে অভিযুক্ত দৈনিক অন্য দিগন্তের হাতীবান্ধা প্রতিনিধি হুমায়ুন কবির প্রিন্স জানান, আমাকে ওই পত্রিকা থেকে বিহিস্কার করা হয়েছে। আমি আর ওই পত্রিকায় কাজ করি না। আমি ওই নিউজটি করি নাই।
এ বিষয়ে ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান জানান, আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি তাই থানায় লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply