রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:০৯ অপরাহ্ন
এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটের শিবের কুটিতে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাবে পিঠিয়ে আহত করেছে স্থানীয় এক প্রভাবশালী ও দাপটদার মৃত তফুর উদ্দিনের ছেলে মোঃ লতিফ ও আব্দুল লতিফের ছেলে আখিরুল ইসলাম গং। এ ঘটনাটি ৯৯৯ পুলিশকে জানালে সদর থানার পুলিশের এ এস আই আবুল হাসনাত ওরফে আব্দুল হাই ঘটনাস্থলে গিয়ে ভুমিহীন দম্পতি মুছা মিয়া ও তার স্ত্রী ববিতা বেগমকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় পুলিশ আব্দুল লতিফের ছেলে আখিরুল ইসলাম (৩৫)কে আটক করে থানায় নিয়ে আসলে রাতে তাকে ছেড়ে দেয় হয়েছে বাদির অভিযোগ। এ ঘটনায় ডাক্তার শওকত আলী বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ২৪ জানুয়ারী ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। সদর থানার ওসি মোঃ শাহ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি স্বাীকার করেছেন। অভিযোগে আসামীরা হলেন, ১) আব্দুল লতিফের ছেলে আখিরুল ইসলাম (৩৫), ২) মৃত মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫০) ৩) মৃত তফর উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৬০), ৪) আব্দুল লতিফের ছেলে মোছাব্বিরুল ইসলাম (২৬), ৫) মৃত ভুড়িয়া মামুদের ছেলে নমিজ উদ্দিন (৫৫), ও ৬) আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান। এর আগে ১৭ জানুয়ারী রাতে লাঠি সোডা নিয়ে মারপিঠ করতে আসলে স্থানীয়দের সহযোগিতায় বিবাদিদের হাত থেকে রক্ষা পায় তারা। জানা গেছে ভূক্তভোগী পরিবার লালমনিরহাট সদর থানায় এজাহার দায়ের করিয়াছেন। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সত্যতা স্বীকার করিয়াছেন।
Leave a Reply