শুক্রবার (১ জুলাই) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকা থেকে একটি অটো ভ্যানের ঝুড়ির মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর কুমার বর্মনের নেতৃত্বে ৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় একটি অটো ভ্যান থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় অটো ভ্যানটি জব্দ করা হয়। আর গ্রেপ্তার করা হয় মাদক কারবারি কবির হোসেনকে।তিনি আরও জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।