বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১০:৩৭ পূর্বাহ্ন
এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
বাসের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৩) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা দুই ব্যাবসায়ী আহত হয়েছেন। রোববার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের তেঁতুলতলায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরহী জয়নাল আবেদীন সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার আহমেদ আলীর পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল করে কুড়িগ্রামের দিকে যাচ্ছিলেন। পরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের তেঁতুলতলা বাজারের পৌঁছালে পিছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহন ধাক্কা দেয়। বাসে ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ডুকে পড়েলে দুজন আহত হোন। পরে স্থানীয় ও পুলিশ আহত নুর জামাল ও তার স্ত্রী নুর নাহারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। লালমনিরহাট সদর থানার (তদন্ত) ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply