লিটন, লালমনিরহাট : গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটে আদিতমারী উপজেলার লাল ব্রীজ বধ্যভূমি একাত্তর মাঠে অনুষ্ঠিত হয়েছে। দশহরা মেলা উদযাপন কমিটির উদ্যোগে এ ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত অর্ধশতাধিক ঘুড়ি প্রেমিক অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। এ প্রতিযোগিতা অনুষ্ঠানে সারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম হুমায়ুন কবির,আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মফিজুল ইসলাম,আয়োজক বীরেন্দ্রনাথ রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা দেখতে কয়েক হাজার দর্শক সমবেত হন। প্রতিযোগী আজিবর রহমান,সচিন্দ্রনাথ জানান,এসব ঐতিহ্যবাহী খেলা আর প্রতিযোগীতা আজ বিলীন হয়ে গেছে।এসব খেলা পূনরায় ফিরিয়ে আনা প্রয়োজন। তাহলে এই প্রজন্মের মানুষেরা পুরনো ঐতিহ্য সর্ম্পকে জানতে পারবে।আয়োজক বীরেন্দ্রনাথ রায় জানান,বর্তমান আকাশ সংস্কৃতির যুগে পুরনো খেলা আর ঐতিহ্যগুলো হারিয়ে যেতে বসেছে। এগুলো পুনরুদ্ধারে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।