লালমনিরহাটে অগ্রগতি বিষয়ক অর্ধবার্ষিক সম্বনয় সভা অনুষ্ঠিত
এস বাবু রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিরহাটে “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের জন্য লালমনিরহাট জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা জজ আদালত সম্মেলন কক্ষে এ অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।