বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১১:০৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্কঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ললিতারহাট উচ্চ বিদ্যালয় মাঠে রাত্রীকালীন ললিতারহাট ফ্রেন্ড সার্কেল কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুচলিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান, কুচলিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক প্রধান মন্টু, সাবেক কুচলিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান রুমী, যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক আব্দুর রউফ সাবু, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাইসুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান রুমীসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃত্ববৃন্দ।
এসময় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান সোহাগ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কুচলিবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বের কিছু সংখক ছাত্রলীগের কর্মী নিজেকে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে সুন্দর একটি সমাজ গঠনে ভূমিকা রাখছে। আগামী দিনের দেশ ও জাতির দায়িত্ব তাদের হাতেই বলে জানান তিনি।
Leave a Reply