শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩৯ পূর্বাহ্ন
জিয়াউর রহমান মানিক, রংপুর সিটি প্রেসক্লাব থেকেঃ মাস ব্যাপী রংপুর সিটি প্রেসক্লাবে সাংবাদিকদের চিত্তবিনোদনের অংশ হিসেবে রংপুর বিভাগের কর্মরত সংবাদকর্মীদের মাদক ও অনিয়ম সমাজের সকল অপ-সাংবাদিকতা থেকে ফিরিয়ে আনতে ইনডোর গ্রেমসের আয়োজন করেন। সিটি প্রেসক্লাবের মাসব্যাপী এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম(বার)পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার শেখ শাহাদত হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম বলেন, সাংবাদিক, পুলিশ ও রাজনৈতিক দলের কর্মীদের মাঝে কোন পার্থক্য নেই, আমরা সবাই সমান তালে মানব সেবায় কাজ করি। আমাদের সমাজ থেকে সকল প্রকার অনিয়ম দুর্নীতি প্রতিরোধ করতে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে, সাংবাদিকতার আড়ালে যেন কেউ অপ-সাংবাদিকতা করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজকে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে, তারেই ধারাবাহিকতায় সরকার সামাজিক উন্নয়নের পাশাপাশি মিডিয়া কর্মীদের অগ্রনী ভুমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পুলিশ সুপার ।
অনুষ্ঠান শেষে সিটি প্রেসক্লাবে মাসব্যাপী ইনডোর গেমস প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply