পাটগ্রাম প্রতিনিধি :
‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই) উপদ্যাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের শহীদ আফজাল মিলনায়তনে শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০ টায় এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ্ বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভায় ৭৬ টি গ্রামে প্রায় আড়াই লাখ মানুষ বসবাস করে। প্রতি বছর মাছের চাহিদা ৪ হাজার ৯ শ ৮০ টন। এ উপজেলা খড়া প্রবণ এলাকা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চাহিদা পূরণ না হওয়ায় প্রতিবছর বগুড়া, নওগাসহ বিভিন্ন জেলা থেকে মাছের জোগান দিতে হয়। পাটগ্রাম উপজেলায় ২১- ২২ অর্থবছরে মাছ উৎপাদন হয় ৩ হাজার ৮ শ ৮ মে. টন। ওই অর্থবছরে ঘাটতি থাকে ১ হাজার ১ শ ৭২ মে. টন। এখানে পুকুর রয়েছে ৪ হাজার ২ শ ৯৬ টি। মৎস্যজীবি ৮ শ ৪৭ জন ও চাষী রয়েছে ৪ হাজার ১২ জন। সরকারি জলমহাল ৬ টি, বিল ৬ টি ও নদী ৪ টি এবং প্লাবনভূমি আছে ১৮ টি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফ্ফার উপস্থিত ছিলেন।