বার্তা ডেস্কঃ
লুটপাট আর মিথ্যাচারের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নোবেল পেতে পারতেন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে। মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরস্কার থাকত, তাহলে বিএনপি মহাসচিব তা পেতেন।’
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে শুক্রবার দারুসসালাম থানা এবং ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দেয়ায় মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা।
বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় প্রকল্প নির্মাণ করায় শেখ হাসিনার কী অপরাধ?’
পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে শুনে সারা দেশের মানুষের মুখে হাসি হলেও বিএনপি নেতাদের মনে বড় কষ্ট বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতা।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উদ্দেশে কাদের বলেন, ‘নেতা, নেতা তো মাশাআল্লাহ। অর্থপাচারকারী, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। বিলাস বসনে টেমস নদীর পাড়ে বসবাস করছে। কোথা থেকে টাকা আসে? কত টাকা বাংলাদেশ থেকে পাচার করে এভাবে বিলাসের জীবনযাপন করছে? আমরা জানতে চাই।’
নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে দলটির নেতাদের বক্তব্যেরও জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, ‘বেগম জিয়া একসময় বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া দেশে নিরপেক্ষ কেউ নেই। তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?’
পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বিএনপি নেতাদের কাছে পাচার করা টাকা পাঠিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন শাসক দলের দ্বিতীয় শীর্ষ নেতা। অপতৎপরতার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মাজহারুল আনামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।