বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন
সানি, সিনিয়র স্টাফঃ
লালমনিরহাটের ডিসি সম্মেলন কক্ষে আজ রবিবার দুপুরে বুড়িমারীতে নিহত জুয়েলের পরিবারকে ২০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক আবু জাফর।গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে হত্যার শিকার রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক আবু ইউসুফ মো. শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ পুড়িয়ে দেন গুজব রটনাকারী জনতা।অনুদান চেক গ্রহনের সময় জুয়েলের বড় মেয়ে জেবা তাসনিয়া বলেন, অনুদান নয়,বাবা হত্যার ন্যায় বিচার চাই।
এ সময় সাথে ছিলেন নিহত জুয়েলের বড় ভাই আবু ইউসুফ মোঃ তওহিদুন্নবী।
রংপুর শালবন মিস্ত্রিপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে জুয়েল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।
নিহত জুয়েলের বড় ভাই আবু ইউসুফ মোঃ তওহিদুন্নবী বলেন, দোষীদের গ্রেফতার করা হচ্ছে,প্রশাসনের তৎপরতায় আমাদের বিশ্বাস ন্যায় বিচার পাবো।নিহত জুয়েল পরিবারের দায় দায়িত্ব কে নিবে?নির্দোষ জুয়েলকে পিটিয়ে হত্যার কারণে তার ছেলে মেয়ে ও স্ত্রী’র জীবনে অন্ধকার নেমে এসেছে।
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে এসময় উপস্থিত সাংবাদিকরা নিহত জুয়েলের মেয়ের সাথে কথা বলে পরিবারের খোঁজ খবর নেন।বাংলাদেশের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা এটাই প্রথম।এ ঘটনায় তিনটি মামলা হয়েছে।এসব মামলায় গতরাতে ৪ জন সহ এ পর্যন্ত ২৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply