রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:১৩ অপরাহ্ন
সানি,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন শ্রী জয়রাম(৬০)। তিনি এবারে আগের দুইবারের নির্বাচিত ওয়ার্ড পরিবর্তন করে নতুন আরেক ওয়ার্ডের সাধারণ কাউন্সীলর প্রার্থী হয়েছেন বলে খবর পাওয়া গেছে।জীবনে যতবার নির্বাচন করেছেন ততবার তিনি জয়ের মালা গলায় পরেছেন।নির্বাচনে তাঁর পরাজয় আজ পর্যন্ত শোনা যায়নি।প্রতিটি নির্বাচনে তাঁর ও তাঁর স্ত্রীর সফলতার রহস্য খুঁজতে গিয়ে জানা যায় ভিন্ন এক অজানা কাহিনী।
পাটগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত রমেশ চন্দ্র দাস ও জগো মায়া দাসের তিন ছেলে এক মেয়ের মধ্যে শ্রী জয়রাম তৃতীয় সন্তান।১৯৯০ সালে তিনি প্রথম ইউপি সদস্য পদে পাটগ্রাম ইউনিয়নে নির্বাচনে অংশ নেন।এরপর তিনি পরপর দু’বার তিন বছর অন্তর ৯৩ ও ৯৬ সালে ইউপি সদস্য পদে নির্বাচন করেন।
একেরপরএক নিবার্চনে জয়লাভ করায়
শ্রী জয়রাম এক সময় ব্যাপক আলোচিত ও পরিচিত হয়ে উঠেন।তিনবার ভোট করার পর বিয়ে-সাদী আর সংসার জীবনের নানান ঝুট ঝামেলায় নিজেকে একটু ঘুটিয়ে নেন তিনি।এরপর পাটগ্রাম ইউনিয়ন ভেঙ্গে যখন উপজেলা সদর এলাকা নিয়ে ১৯৯৯ সালের ৭ মার্চ পাটগ্রাম পৌরসভা গঠিত হয়।তখন তাঁর মনোবাসনা দেখা দেয় নির্বাচনে অংশ নিয়ে কমিশনার হতে হবে। যেই ভাবনা সেই কাজ।২০০২ সালের ২০ জুলাই পৌরসভার প্রথম নির্বাচনে কমিশনার পদে জয়লাভ করে আবারও আলোচনায় আসেন তিনি।সবচেয়ে মজার ব্যাপার হলো,পাটগ্রাম পৌরসভার সেই নির্বাচনে বাপ-দাদার ভিটে বসতবাড়ি নিজ এলাকা বাদ দিয়ে হিন্দু বাসিন্দা ও অবহেলিত জনগণের টানে বিশ্বাস আর ভালোবাসার সেতুবন্ধন গড়েন ৭ নং ওয়ার্ডে।
সেখান থেকে তিনি জীবনের প্রথমবার কমিশনার নির্বাচিত হয়ে নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন বলে জানা যায়।
এরপর বিএনপি সরকারের শেষের দিকে তত্বাবধায়ক সরকার ও নানান জটিলতাপূর্ণ জীবনে পৌরসভার দ্বিতীয় নির্বাচনে অংশ নেননি তিনি।
২০১৫ সালের ২৯ ডিসেম্বর পৌর নির্বাচনে শ্রী জয়রামের স্ত্রী কাকলী রানী দাস ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সীলর নির্বাচিত হয়ে আবারও রেকর্ড সৃষ্টি করেন।
এবারের পৌর নির্বাচনে শ্রী জয়রাম দাস বাবার ভিটেমাটি এলাকা ৬ নং ওয়ার্ড ঠাকুরপাড়া মাস্টাপাড়া, ৭ নং ওয়ার্ড,৪ নং ওয়ার্ড বসতভিটা এলাকা বাদ দিয়ে ৫ নং ওয়ার্ডে কাউন্সীলর পদপ্রার্থী হয়েছেন।
এবারও তিনি জয়ী হওয়ার আশাবাদী।তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সীলর আসাদুজ্জামান লিটন ও নতুন প্রার্থী কার্তিক শীলসহ আরেক প্রার্থীর নাম আলহাজ্ব হুমায়ুন কবীর।তিনি উপজেলা আ’লীগের কুড়ি বছর ধরে ধর্ম বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।বর্তমানে তাকে ঘিরেই চলছে আলোচনা।তিনিই যেন এবারের পৌর নির্বাচনে আলোচনার শীর্ষে থাকা প্রার্থী। ৫ নং ওয়ার্ডের মানুষের সেবায় নিজকে নিয়োজিত রেখে এবারও জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।শ্রী জয়রাম বলেন,তাঁর প্রথম কন্যা সন্তান জয়া(২০) জন্মের সময় চিকিৎসকের অসাবধানতা বসতঃ আঘাতে অন্ধ হয়ে যান।ঘরের লক্ষ্মী জয়ার উসিলায় প্রতিটি নির্বাচনে জয়লাভ করেন তিনি। এমন ভাগ্যবান মানুষ এদেশে বিরল বলে পৌরবাসী মনে করেন।
Leave a Reply