মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধি।। আওয়ামীলীগের সরকার,” লুটেরা” সরকার। পদ্মা সেতু তৈরির নামে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করার জন্য কয়েক দফা বরাদ্দ বৃৃদ্ধি করেছিল।
তিনি বলেন,পদ্মা সেতু নির্মানের এই টাকা আমাদের জনগনের ট্যাক্সের টাকা। আ”লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে বিএনপির নাকি জ্বালা আমাদের কোন জ্বালা নেই ১২ হাজার কোটি টাকার পদ্মা সেতু ৪২ হাজার কোটি তে সেটা জানার আছে,। দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতা আসাদুল হাবীব দুলু।
শনিবার( ১১জুন) জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের না-নামুখী কর্মকান্ডের সমালোচনা করেন। তিনি বলেন পদ্মা সেতু তৈরি করতে ৪২ হাজার কোটি টাকা খরচ করেছে সরকার অথচ পাশ্ববর্তী দেশ ভারতে ৯ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু তৈরি করতে মাত্র তিনহাজার কোটি টাকা খরচ হয়। পদ্মা সেতু তৈরিতে তে যে টাকা খরচ হয়েছে তা আমাদের দেশের মানুষের ট্যাক্সের টাকা।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ২০০ গজ যাওয়ার পর পুলিশী বাধার মুখে পরে। পরে সেখান থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যালেয়র সামনেই ফিরে আসে।পরে অফিসের বাইরে রাস্তায় দাড়িয়ে আসাদুল হাবীব দুলু সহ বিএনপির অন্যান্য নেতা কর্মীরা বক্তৃতা করেন।
বিএনপি নেতা আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, বিএনপি নেতা একেএম মমিনুল হক,আফজাল হোসেন, এডভোকেট আন্জুয়ারা বেগম শাপলা প্রমুখ।