বার্তা ডেস্কঃ
প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রথা অনুযায়ী বাজেট ঘোষণার পরের দিন সংবাদ সম্মেলন বাজেটের বিভিন্ন দিক ব্যাখা করেন অর্থমন্ত্রী।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় সংসদে নিজের উত্থাপন করা প্রস্তাবিত বাজেটের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এই অর্থবছরে অনেক চড়াই-উৎরাই আসবে। তবে এবারের বাজেট বাস্তবায়ন হলে, দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হবে।’
জাতীয় সংসদে বৃহস্পতিবার আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য পৌনে ৭ লাখ কোটি টাকার বেশি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এতে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয় সাড়ে ৭ শতাংশ। আর মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে আটকে রাখার লক্ষ্য নেয়া হয়েছে।