বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১০:১১ পূর্বাহ্ন
বার্তা ডেক্সঃ প্রথমবারের মত আইসিসির বিশ্ব আসরে শিরোপা জিতলো বাংলাদেশ৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ফাইনালে ভারতকে তিন উইকেটে হারালো জুনিয়র টাইগাররা৷
দিনের শুরুটা পেসারদের আগুনঝরা বলে, শেষটা অধিনায়কের লড়াকু ইনিংসে৷ মাঝে দুই দলের খেলোয়াড়দের চোখ রাঙারাঙি, বাংলাদেশি ওপেনারদের দাপট, ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে হারতে বসার শঙ্কা, সেখান থেকে ম্যাচ বের করে আনা কিংবা বৃষ্টির আনাগোনা সবই যেন ছিল জমজমাট ফাইনালের জন্যই ছক কষা৷
টসে জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি৷ শুরু থেকেই ভারতের দুই ওপেনারকে নাস্তানুবাদ করে তোলেন পেসার শরিফুল ও সাকিব৷ বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাড়াতে পেরেছিলেন কেবল যাশাসবি জয়সাওয়াল৷ তার নৈপুণ্যেই ভারত ১৭৮ রানের টার্গেট দিতে সক্ষম হয় বাংলাদেশ।
বাংলাদেশের দুই ব্যাটসম্যান শুরুটা করেছিলেন দুর্দান্ত৷ পারভেজ হোসেন ও তানজিদ হাসান প্রথম ওভারে ১৩ রান তুলে নেন৷ ৮ ওভার দুই বলে তাদের পার্টনারশিপে ভর করেই বাংলাদেশ পৌছে যায় বিনা উইকেটে অর্ধশত রানে৷ সেই ওভারেই আবারও উড়িয়ে মারতে গিয়ে রবি বিষ্ণুকে উইকেট দিয়ে আসেন তানজিদ হাসান৷ ২৫ বলে তিনি করেছেন ১৭৷ বিষ্ণুর আঘাত তখন কেবল শুরু৷ একে একে তার ঘূর্ণিতে খেই হারালেন সেমিফাইনালের সেঞ্চুরিয়ান মাহমুদুল, পারভেজ হোসেন, শাহাদাত হোসেন৷ ১৭ ওভারে বাংলাদেশের রান দাড়ায় চার উইকেটে ৬৬৷ অধিনায়ক আকবর আলীকে চার ওভার সঙ্গ দিয়ে সুশান্ত মিশ্রের অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে ১৮ বলে ৭ রান করে ফিরলেন শামীম৷ একই ওভারে পরপর দুইবার জীবন পেয়েও দৃষ্টিকটু শটে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক৷ ২৩ ওভারে বাংলাদেশ।
আকবরের সঙ্গে ক্রিজে যোগ দেন ১৩ তম ওভারে ইনজুরিতে মাঠ ছাড়া ওপেনার পারভেজ হোসেন৷ এই দুইজন বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেন৷ ৭৯ বলে ৭ চারে ৪৭ করে আউট হন পারভেজ৷ অন্য প্রান্ত ঠিকই আগলে রাখেন অধিনায়ক আকবর আলী৷ রাকিবুলকে সাথে নিয়ে তিনি জয় ছিনিয়ে আনেন৷ মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়৷ তখন বাংলাদেশের দরকার ছিল ৯ ওভারে ১৫ রান৷ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সেটি কমে দাড়ায় ৫ ওভারে ৭ রান৷ জয়ের মুহূর্তটি আসে রাকিবুলের ব্যাট থেকে৷ অধিনায়ক অপরাজিত থাকেন ৪৩ রানে৷
Leave a Reply