জেলার পাটগ্রাম উপজেলায় ৬ নং বাউড়া ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম, পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন শপথ গ্রহণ অনুষ্ঠানে সদস্যদের বলেন, আপনারা যে দায়িত্বভার নিয়েছেন তা সঠিকভাবে পালন করবেন নিয়ম-শৃঙ্খলা ব্যতিরেকে অনৈতিক কোনো কর্মকান্ডের সাথে কারো কোন সম্পৃক্ততা পাওয়া গেলে প্রশাসনিক ভাবে তা কঠোর হতে দমন করা হবে, তিনি অর্পিত যার যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।