বার্তা ডেস্কঃ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে নিযুক্ত একজন পুলিশ কনস্টেবলের গুলিতে একজন নিহত হয়েছেন। পরে আত্মহত্যা করেন ওই কনস্টেবল।
সংবাদ সংস্থা পিটিআইকে ঘটনায় প্রত্যক্ষদর্শী বাবলু শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় পাঁচ মিনিট এলোপাতাড়ি গুলি ছুড়ে, নিজেকে গুলি করেন বন্দুকধারী।
কলকাতা পুলিশ প্রধানের বরাতে এনডিটিভি বলছে, প্রায় এক বছর আগে পুলিশে যোগ দিয়েছিলেন চোদুপ লেপচা। ছুটিতে ছিলেন তিনি। আজই কাজে যোগ দিয়েছিলেন।
‘কনস্টেবল তার সার্ভিস অস্ত্র সেলফ-লোডিং রাইফেল (এসএলআর) থেকে গুলি চালায়। এতে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। লেপচা বিষণ্ণতায় ভুগছিল কি-না তা তদন্ত করা হবে।’