শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৩৭ পূর্বাহ্ন
বসন্ত মানে প্রেম। বসন্ত মানে ভালোবাসা। বসন্ত মানে রঙিন সপ্ন, শিমুল পলাশ কৃষ্ণচূড়ার বাহার। বসন্ত মানে প্রিয়া মিলন বেলা, কোকিলের কুহুতান, বনেবনে মধুর সঙ্গীত,লাল নীল সবুজের হোলি খেলা। কিন্তু এবার বসন্ত একটু অন্য রকম। ঝড় বৃষ্টি অশান্তি। “ফাগুন আগুন লাগালো বনে ও মনে” বলতে যেন একটু দ্বিধা হচ্ছে। এবার বসন্ত যেন রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। শিমুল পলাশ কৃষ্ণচূড়ার সাথে এবার লাল হয়েছে পুলওয়ামার কালো পিচের রাস্তা। আমার ভাইয়ের রক্তে রাঙা হয়েছে কাশ্মীরের আকাশ বাতাস। বীর সেনাদের কাতর আর্তনাদে কেঁপে উঠেছে ভারতের মাটি। তাঁদের মায়ের চোখের জলে ভিজে উঠেছে পৃথিবীর কোণা কোণা। স্ত্রীর প্রেম সন্তানের ভালোবাসা দাউদাউ করে জ্বলছে। কিচ্ছু করার নেই। মানুষ মেতে উঠেছে ধ্বংসের নেশায়। দুদিনের এই জীবন নিয়ে কেন এত লড়াই, কিসের এত অহংকার বুঝিনা। কিছু মানুষ আছে এই দুনিয়ায় যারা শুধু মারতে আর মরতে যানে । এদের মানুষ বলব কি কি বলব বুঝে উঠতে পারিনা। এদের কাছে শীত গ্রীষ্ম বর্ষা বসন্তের কোনো মানে নেই। এরা চায় শুধু বিধ্বংসী কালবৈশাখী, উত্তাল ঘূর্ণিঝড়। 21 ফেব্রুয়ারিতে পুরানো ঢাকার চকবাজারে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ঝলসে গেছে প্রায় সত্তরটি প্রাণবন্ত জীবন। আপ্রাণ চেষ্টা করেও বাঁচার লড়াইয়ে হেরে গেছে তারা। জীবন্ত তরতাজা প্রাণগুলি দেখতে দেখতে অঙ্গারে পরিনত হয়েছে। তাদের চিৎকারে এখনও স্তম্ভিত ঢাকা শহর। তাই এবারকার এই রক্তিম বসন্তে মন ময়ূরী নেচে ওঠেনি, বেজে ওঠেনি হৃদয়বীনার তার, সারেঙ্গী গেয়ে ওঠেনি মধুর সঙ্গীত।
Leave a Reply