মোঃ আরিফুর রহমানঃ বগুড়ায় “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন বগুড়ার আয়োজনে বগুড়া জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক জনাব মোঃ শাহজাহান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মাসুম আলী বেগ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আলী হায়দার চৌধুরী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মজিবর রহমান মজনু। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া কারবালা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা মোঃ ফজলুল করিম। এ সময় জেলার ১০ টি উপজেলার শতাধিক ইমাম এবং ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।