শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৯ পূর্বাহ্ন
সানি,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামে আজ রোববার দুপুরে পৌর নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ আফজাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান।পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট বি-সার্কেল(পাটগ্রাম -হাতীবান্ধা) সিনিয়র এএসপি তাপস সরকার।আরও বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা ভূমি সহকারি কমিশনার রুবেল রানা,ওসি সুমন কুমার মহন্ত।এ সময় পাটগ্রাম পৌর নির্বাচনে অংশগ্রহনকারী আ’লীগ মনোনীত নৌকা মার্কার মেয়রপদপ্রার্থী যুবলীগ সভাপতি রাশেদুল ইসলাম সুইট,বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়রপদপ্রার্থী পৌর বিএনপি’র আহবায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল,পাটগ্রাম পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নারিকেল গাছ মার্কার স্বতন্ত্র প্রার্থী কাজী আসাদুজ্জামান আসাদ ও চরমোনাইপীর বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা মার্কার প্রার্থী সুমন মিয়া তাদের নিজ নিজ বক্তব্যে ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ দাবী করেন।অবাধ সুষ্ঠু নির্বাচন কামনা করে প্রশাসনিক নিরপেক্ষতা প্রত্যাশা করেন।
প্রার্থীদের আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ে জেলা প্রশাসক আবু জাফর বলেন,আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থধাপে দেশের ৫৬টি পৌরসভার নির্বাচন। লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে লক্ষে লালমনিরহাট জেলা ও পাটগ্রাম উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রতিটি ভোট কেন্দ্র থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা।নির্বাচনের দিন পাটগ্রামে ৯ টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে এমন মন্তব্য করে তিনি আরও বলেন,পৌরনির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।কোন প্রকার আইন শৃঙ্খলার অবনতি ঘটলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি।আইন সবার জন্য সমান এটা প্রমান করা হবে।নিবার্চনের আচরণ বিধি মেনে চলুন,আইন সবার জন্য সমান।এতে ভয় পাওয়ার কিছু নেই।গুজবে কান না দেয়ার আহবান জানান এসপি আবিদা সুলতানা।
আসন্ন পৌর নির্বাচন হবে প্রভাবমুক্ত। পক্ষপাতমূলক আচরণ মেনে নেয়া হবে না।জেলা প্রশাসনের পক্ষ থেকে দু’টি হটলাইন নাম্বার থাকবে।সর্বোচ্চ সতর্ক আছে প্রশাসন।তিনি প্রার্থীদেরকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান।
পাটগ্রাম পৌরসভার এবারের নির্বাচনে আ’লীগ ও আ’লীগ স্বতন্ত্র,বিএনপি,চরমোনাইপীরসহ মেয়রপদপ্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৬ জন,এবং ৮ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন প্রার্থী মাঠে আছেন।মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গত ২৬ জানুয়ারি ৪ নং ওয়ার্ডের যুবনেতা জিয়াউল হক তার মনোনয়ন প্রত্যাহার করলে ৪ নং ওয়ার্ডের আ’লীগ সাধারণ সম্পাদক বর্তমান কাউন্সীলর মজিদুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সীলর ঘোষণা করা হয়।এদিকে,পাটগ্রাম পৌরসভার জননন্দিত জনপ্রিয়তায় শীর্ষে থাকা বর্তমান মেয়র শমসের আলী ৩৩ বছরের অপরাজিত একজন জনপ্রতিনিধি এবারে নৌকার মনোনয়ন না পাওয়ার কারণে তিনি নৌকা প্রতীক মেয়রপ্রার্থী রাশেদুল ইসলাম সুইট এর পক্ষে ভোট চাচ্ছেন।
লালমনিরহাট ১ আসনের (পাটগ্রাম -হাতীবান্ধা) মাননীয় এমপি মোতাহার হোসেন এবার মেয়র শমসের আলীকে নির্বাচনে অংশ না নেয়ার অনুরোধ করেন বলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমন তথ্য জানান মেয়র শমসের আলী।
Leave a Reply