বার্তা ডেস্কঃ
সারাদেশের ন্যায় জাতীয় কর্মসুচীর অংশ হিসেবে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। ৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি শ্লোগানকে সামনে রেখে দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।