শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪৮ পূর্বাহ্ন
সানি,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র রাশেদুল ইসলাম সুইটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ জাসদ -রব গ্রুপের কেন্দ্রিয় সংসদ নেতা মোঃগোলাম ফারুখ সরকার সুমন। তিনি কেন্দ্রিয় সংসদ বাংলাদেশ ছাত্রলীগ জাসদ-আ স ম আব্দুর রব গ্রুপের যুগ্ম আহবায়ক।পাটগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম আজম আলী সরকার ও ফাতেমা খাতুনের পরিবারে ছোট মেয়ে আজিজা সুলতানা সুমনা ও বড় ছেলে সুমন সরকার অত্যন্ত মেধাবী।ঢাকায় একটি বেসরকারি ভার্সিটিতে পড়ালেখার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের অন্যতম সহযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক সিরাজুল আলম খান দাদা’র আদর্শে অনুপ্রাণিত হয়ে সুমন সরকার বর্তমানে ছাত্ররাজনীতিতে কেন্দ্রিয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন।
লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার উন্নয়ন নিয়ে তাঁর ও তাঁর দলের কিছু উন্নয়ন ভাবনা যা প্রস্তাবনা হিসেবে তুলে ধরেছেন।পাটগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র রাশেদুল ইসলাম সুইটকে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমলে নেওয়ার আবেদন জানিয়ে দৃষ্টি কামনা করেছেন তিনি।প্রথম শ্রেণির পৌরসভা পাটগ্রাম প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালের ৭ মার্চ।
তাঁর প্রস্তাবনাগুলো হুবহু তুলে ধরা হলোঃ-
১)পাটগ্রাম পৌরসভাকে আধুনিক, উন্নত ও বাসযোগ্য করতে পরিকল্পিত ভাবে গড়ে তুলতে হবে।
২)সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণের ভিত্তিতে পৌর কাউন্সিল বা পৌরসরকার গঠন করতে হবে৷
৩)সপ্তাহে একদিন গণশুনানির আয়োজন করতে হবে।
৪)পৌর এলাকাকে লোডশেডিং মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে৷
৫)জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং পুরাতন সড়ক প্রশস্তকরণ করতে হবে৷
৬)বিষমুক্ত ও ফরমালিন মুক্ত খাদ্যদ্রব্য নিশ্চিত করণ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে।
৭)মশা নিয়ন্ত্রণে ভেক্টর ম্যানেজমেন্ট পদ্ধতি চালু, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক জবাইখানা নির্মাণ করতে হবে৷
৮)পথচারী বান্ধব ফুটপাত নির্মাণ এবং নিরাপদে পথচারী পারাপার নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্ট এ ডিজিটাল পুশ বাটন সিগন্যাল স্থাপন করতে হবে৷
৯)জনস্বাস্থ্য নিশ্চিত করতে ওয়ার্ড ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করতে হবে৷
১০)জরুরি সেবার জন্য হটলাইন চালু করতে হবে এবং হোল্ডিং ট্যাক্স সহ যাবতীয় বিল পৌর এপসের মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
১১)প্রতিটি ওয়ার্ডে আইসিটি কেন্দ্র ও ফ্রি ওয়াইফাই জোনের ব্যবস্থা করতে হবে৷
১২)অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং নদীর দুই ধার দখলমুক্ত করে ওয়াক ওয়ে নির্মানের পাশাপাশি সবুজায়ন ও বসার স্থান নির্মাণ করতে হবে৷
১৩)পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধির ব্যবস্থা করতে হবে এবং একটি বিনোদন পার্ক, দুটি শিশু পার্ক ও মুক্ত মঞ্চ নির্মাণ করতে হবে৷
১৪)মাদকদ্রব্যের ব্যবসা এবং বিস্তার কঠোরভাবে রোধ করতে হবে৷
১৫) চুরি, ছিনতাই সহ সকল ধরনের বেআইনী কার্যকলাপ রোধে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা করতে হবে
১৬)শিক্ষার্থীদের আত্মগঠনে ব্যক্তিগত ও সম্মিলিত অনুশীলন চালানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্লাব, শিল্পকলা একাডেমি ও গ্রন্থাকার নির্মাণ করতে হবে৷
১৭)বেকার সমস্যার সমাধানে শিল্প কলকারখানা ও শিল্প পার্ক স্থাপনে শিল্পউদ্যোগতাদের সহায়তা করতে হবে এবং একটি আইটি ট্রেনিং স্কুল স্থাপন করতে হবে৷
১৮)দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নগর শিক্ষা বৃত্তি চালু করতে হবে৷
১৯)হতদরিদ্র মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে৷
২০)কর্মক্ষমতাহীন বৃদ্ধ, পঙ্গু, প্রতিবন্ধী ও স্থায়ী রোগীদের জীবনযাত্রা, স্বাস্থ্য সেবা ও চিকিৎসার পর্যাপ্ত সুযোগ নিশ্চিতকরণ করতে হবে৷
Leave a Reply