শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৭:৪৩ পূর্বাহ্ন
জিয়াউর রহমান মানিকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনাভাইরাস পরিস্থিতিতে সম্প্রতি জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ের সময় মসজিদ গুলোতে নগদ অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৪৫১ টি মসজিদকে গতকাল(২৩মে) সকাল থেকে অনুদান প্রদান করেন। প্রত্যেকটি মসজিদের জন্য ৫হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
অনুদান প্রদানকালে শুভেচ্ছা বক্তব্যে আলহাজ্ব রুহুল আমীন বাবুল বলেন, বাংলাদেশে এই প্রথম আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে সারাদেশে সকল মসজিদে এক যোগাযোগে ৫হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে। এর আগে অনেক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন কিন্তু কোন সরকার ইমাম মুয়াজ্জিন কিংবা মসজিদের কথা ভাবেননি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে তাঁরেই কন্যা জননেত্রী শেখ হাসিনা সারাদেশে মানুষ যখন করোনা ভাইরাসের সংক্রমণের আতংকে দিশেহারা সেই বিপদ মহুর্তে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে আসেন মানবতার কল্যানে।
এসময় অনুদান তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন বাবুল ও নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুদান প্রদানকালে পাটগ্রাম উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সভাপতিগণ উপস্থিতি ছিলেন।
Leave a Reply