বার্তা ডেস্কঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের প্রাণকৃঞ্চ জনৈক আমিনুর রহমানের বাড়িতে জুয়ার খেলারত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪জনকে জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ।
পাটগ্রাম থানা সুত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানে পাটগ্রাম ইউনিয়নের প্রাণকৃষ্ণ সাকিনস্থ ধৃত আসামি আমিনুর রহমানের বাড়ি হতে জুয়ার আসর বসত, পুলিশ গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে খেলারত অবস্থায় আসামী মোঃ আমিনুর রহমান (৫০), পিত-মৃত কছির উদ্দিন, মোঃ শিমুল হোসেন (২৬), পিতা- আবু বক্কর সিদ্দিক (৪০), মোঃ আনোয়ার হোসেন (২৫), পিতা-মৃত চানর উদ্দিন ও মোঃ সাজু ইসলাম, পিতা-রহমত আলী, সর্বসাং-প্রাণকৃঞ্চ, থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাটদেরকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ(ওসি) ওমর ফারুক জানান, আটককৃত আসামিসহ জুয়া খেলার সাথে জড়িত পলাতক আসামিদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯, তাং-২৪/০৭/২২ ইং ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী এসআই মিজানুর রহমান, এসআই জাহাঙ্গীর, এসআই ওয়াদুত, এসআই সালাম, এএসআই বিজু, এএসআই মানিক, এএসআই রাশেদসহ সঙ্গীও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।