পাটগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী মা পাটেশ্বরী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন হয়।
এতে সভাপতিত্ব করেন সম্মেলনের আহবায়ক বাবু অনুপ রায় লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। সম্মেলনের উদ্বোধন করেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায় ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মনিন্দ্র কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, গোপাল চন্দ্র বর্মণ, লক্ষী কান্ত রায় সুমন, অবিনাশ রায় প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- রমেন মন্ডল। সাংগঠনিক তথ্য উপস্থাপন করেন রতন কুমার সাহা।