বার্তা ডেস্কঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পাটগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মী দিনব্যাপী বর্নাঢ্য আয়োজনে পালন করে দলটির নেতাকর্মীরা।
পাটগ্রাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে সকাল ০৯ টা ৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে দলীয় নেতা কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় পাটগ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা রাশেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম আজাদ জুয়েল, মারুফ ইকবাল। পাটগ্রাম পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক প্রমুখ।
এসময় অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন লিপু।