জিয়াউর রহমান মানিক, বাউড়া থেকে ফিরেঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৬নং বাউড়া ইউনিয়নের নির্বাচনে নৌকা মার্কা ৭৪৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রাবিউল হক মিরন। নিকটতম প্রতিদ্বন্ধি হাবিবুল হক বসুনিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন-৩৪৮০ ভোট। অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ করে অন্যান্য প্রার্থীরা হলেন
ডাঃ সামসুল আলম পেয়েছে চশমা মার্কা পেয়েছে ২৫৯১ ভোট, আওয়ামীলীগের বহিষ্কীত স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ(দুলাল) আনারস পেয়েছে ৭৩৪ ভোট, জাতীয় পাটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুল হক বসুনিয়া পেয়েছেন ৩৪৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন পেয়েছেন-৬৭০ভোট।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাউড়া ইউপি নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ মুলক একটি নির্বাচন উপহার দেয়ায় সন্তুষ্ট প্রতিদ্বন্দ্ধি প্রার্থীরা।
এব্যাপারে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা বাউড়া ইউনিয়নের একাধিক ভোটারের সাথে কথা বলে জানায় আমরা প্রথম ইভিএম (ইলেকট্রনিকস) পদ্ধতিতে নিজের ভোট স্বাধীনভাবে দিতে পেরে আনন্দিত। আগামী দিনেও যেন এমন স্বাধীন ভাবে নিজের ভোট নিজের পছন্দের ব্যক্তিকে দিতে পারি, এটাই আমাদের প্রত্যাশা বলে জানিয়েছেন।