জেড-আর মানিক, পাটগ্রামঃ
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন অডিটোরিয়ামে বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাটগ্রাম উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজওয়ানা পারভীন সুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু পূর্ণচন্দ্র রায়, উদ্বোধক হিসেবে বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সালমা ভূঁইয়া চায়না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমীন বাবুল ,পাটগ্রাম পৌর মেয়র রাসেদুল ইসলাম সুইট, পৌর আওয়ামীলীগের সভাপতি কাদের এলাহী লাবলু,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম সুমন, বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসিনা আক্তার সুপ্তি, বাংলােেদেশ যুব মহিলা আওয়ামীলীগের লালমনিরহাটজেলা শাখার সভাপতিজোসনা হাকিমসহ যুব মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন মির্জা সাইরী তানিয়া।