শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৩৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্কঃ
পাটগ্রাম ও লালমনিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর লালমনিরহাট পৌরসভার ৬ জন ও পাটগ্রাম পৌরসভার ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ দুই পৌরসভায় চতুর্থ ধাপে আজ রবিবার ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে।
পাটগ্রাম পৌরসভায় অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী নৌকা মার্কা নিয়ে ১২৬১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত মোস্তফা সালাউজ্জামান ধানের শীষ নিয়ে পেয়েছেন ২২২১ ভোট, আওয়ামী লীগের বহিস্কৃত প্রার্থী কাজী আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১৬০৫ ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সুমন ইসলাম পেয়েছে ১৯১টা ভোট।
সংরক্ষিত আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। লালমনিরহাট পৌরসভায় ইভিএমে ও পাটগ্রাম পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply