শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৫২ পূর্বাহ্ন
সানি,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামে আজ সোমবার সাড়ে তিনটার সময় মহাসড়কে দূর্ঘটনায় একজন ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বাউরা ম্যাচের ঘাট নামক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। পাটগ্রাম ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা আনসারুল ইসলাম মিলন(৩০) ব্যাংকের কাজ শেষে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ উপজেলায় নিজ বাড়ীতে যাওয়ার সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হোন বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানান।ঘাতক ট্রাকটি আটক করেছেন পুলিশ।
যার নম্বর ঢাকা মেট্রো ট-১৮-৪০১৪। তবে ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়েছে বলে জানা গেছে।
জানা যায়, জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে নিহতের বাড়ী।তিনি ব্যক্তি জীবনে দু’সন্তানের বাবা।তার বাবার নাম আমিনুর রহমান।
হাইওয়ে পুলিশ নিহত আনসারুল ইসলাম মিলনের লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছেন।
এ ঘটনায় নিহতের পরিবারের কেউ বাদী হয়ে মামলা করতে পারেন বলে জানিয়েছেন হাইওয়ে ওসি মাসুম খান।
পাটগ্রাম থানা ওসি সুমন কুমার মহন্ত ও পাটগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply