বার্তা ডেস্কঃ
আজ বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। তামিলনাড়ুর মহাবালিপুরমের এক বিলাসবহুল হোটেলে বসেছে এই বিয়ের আসর।
সকাল সকাল সেই বিয়েতে হাজির হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।
শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বৃহস্পতিবার সকালে তার ইনস্টাগ্রামে বিয়ের স্থান থেকে শাহরুখের দুটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশন লিখেছেন, ‘নয়নতারার বিশেষ দিনের জন্য।’
নির্মাতা অ্যাটলি কুমারের আগামী সিনেমা জওয়ান-এ শাহরুখের সঙ্গে রয়েছেন নতনতারা।
সকালে অ্যাটলিও শাহরুখের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে শাহরুখের ম্যানেজার পূজাও রয়েছেন।
সেই ছবির ক্যাপশনে অ্যাটলি লেখেন, ‘প্রিয় নয়নতারা বিয়ের ডায়েরি।’
২০১৫ সালের শুরু থেকে নির্মাতা ভিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নয়নতারা। গত বছর বাগদান হয়েছে তাদের।
এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিয়ে নিয়ে ভিগনেশ জানান, এটি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের একটি অন্তরঙ্গ ইভেন্ট হতে যাচ্ছে।