এ,কে,এম,খোরশেদ আলম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোর জেলার সিংড়া থানার লালোর ইউনিয়নের আজ বিকেল ৩(তিন) ঘটিকায় বড়বারই হাটি (ভাটোদারা বেজপাড়া আমহাটি) কলিমাতা মন্দিরে সনাতম ধর্মাবলম্বীদের মহাৎসব।
এ কালি পুজা মহাউৎসব শতাধীক পশু বলিয়ানের মধ্যেদিয়ে শুরু হয়। আজ পুজার প্রথম দিন।
এখানে কয়েক হাজার লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুধু সনাতন ধর্মাবলম্বী মানুষই নয় বিখিন্ন ধর্মালম্বী উৎসুক জনতা পশু বলিয়ান এক নজর দেখার জন্য উপস্থিত হয়েছ। এখানে আরও রয়েছে শিশুদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন বিনোদন মুলক ব্যবস্থা। বড়দের জন্য থাকছে বিভিন্ন হস্তশিল্পের কারুকাজ করা সামগ্রী, বাহরী মিষ্টির সমাহার,ছোট বাচ্চাদের বাহারী খেলনা,বাহারী খদ্যপণ্য,বিভিন্ন সাদের ৩০(ত্রিশ) রকমের পান,বিভিন্ন সাদের ১২০(একশত বিশ) রকমের চাসহ মহিলাদের নিত্য প্রয়োজনীয় পণ্য।
বাপ্পী তালুকদার সভাপতি পুজা মন্ডব কমিটি ও কাঞ্চন দাশ সাধারণ সম্পাদক পুজা মন্ডব কমিটির সাথে কথা বলে জানতে পেরেছি আনুমানিক ১৫০(একশত পঞ্চশ) বছর ধরে নির্দিষ্ট সময়ে আষাঢ় মাসে ৩(তিন) দিন ব্যপি কালী মাতার মহাউৎসব পালন করেন। প্রতি বছরের ন্যয় এবারও কালীমাতার পুজা শুরু করেন তিনি আশা করছেন পুজা উৎসব নিরাপদ দুরত্ব ও সরকারি নিয়ম নিতি অনুসরণ করে সুশৃংখল ভাবে উৎসব পালন করা হবে, আমাদের সহযোগিতায় আছেন আইন শৃংখলা বাহিনী, তাদের কঠোর নজরদারীর জন্য বিশেষ ভাবে সন্তুুষ্টো।