নওগাঁয় প্রতিনিধিঃ
টাইব্রেকারে নওগাঁয় সোনালী অতীত খেলোয়াড় সমিতিকে ৩-২ গোলে হারিয়ে ঢাকা মীরপুর সোনলাী অতীত ক্লাব চ্যাম্পিয়ন
কামাল উদ্দিন টগর,নওগঁা প্রতিনিধি : নওগঁায় এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে নওগঁা ষ্টেডিয়ামে মীরপুর সোনালী অতীত ক্লাব এবং নওগঁা সোনালী অতীত খেলোয়ার সমিতির মধ্যে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নওগঁা সোনালী অতীত খেলোয়াড় সমিতি এই টুর্নামেন্টের আয়োজন করে। ভার্চূয়ালী টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগঁা-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
জাতীয় দলের সাবেক খেলোয়াড় আলফাজ, আমিনুল, আকরামের সমন্বয়ে মীরপুর সোনালী অতীত ক্লাব এবং জাতঅয় দলের সাবেক খেলোয়াড় এনামুল, মানিক, টিটু ও আজিমের সমন্বয়ে নওগঁা সোনালী অতীত খেলোয়াড় সমিতি’র মধ্যেকার এই টুর্নামেন্টটি বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত দর্শক উপভোগ করেন।
খেলার প্রথমার্ধে নওগঁা সোনলী অতীত খেলোয়াড় সমিতির পক্ষে এনামুল একটি গোল করেন। দ্বিতীয়ার্ধে মীরপুর সোনালী অতীত ক্লাবের আলফাজ একটি গোল করলে খেলায় সমতা ফিরে আসে। অমিমাংসিত খেলাটির ফলাফল নির্ধারনে টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়া হয়। ট্রাইব্রেকারে মীরপুর সোনালী অতীত ক্লাব ৩-২ গোলে নওগঁা সোনালী অতীত খেলোয়াড় সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মাদ ইব্রাহীম এবং অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি টুফি বিতরন করেন। নওগঁা সোনালী অতীত খেলোয়াড় সমিতির সভাপতি ময়নুল হক মুকুলের সভাপতিত্বে আয়োজিত টুফি বিতরন অনুষ্ঠানে সাবেক জাতয়ি খেলোয়াড় রকিব, আলফাজ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা বক্তব্য রাখেন।