ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া ধুনটে কয়েকটি সরকারী অফিস ভিতরে ফিটফাট বাহিরে সদরঘাট জনগনের দুর্ভোগ।
জানা যায়, দীর্ঘদিন ধরে জন সাধারণ লক্ষ্য করছে ধুনট উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বের তিন তলা ভবনটির নিচ তলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয়, ২য় তোলায় এল, জি, ডি অফিসারের ও সমাজ সেবা স্টাফ কার্যালয়, ৩য় তলায় মৎস ও হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় অবস্থিত। কার্যালয়ের কর্মকর্তাদের সেবা গ্রহণে স্বাস্থ্য বিধি মানতে হয়, অথচ দীর্ঘদিন ধরে ঐ অফিস গুলোর উপরের ২য় ও তৃতীয় তলার মল-মূত্র নিষ্কাশনের জন্য ভবনটির পশ্চিম পার্শ্বে পরিসংখ্যান অফিসের পিছনে যে পাইপ গুলো স্থাপন করা হয়েছে সেগুলোর একটির ভিতরে গাছ জন্মে বড় হওয়ায় পাইপটি ফেটে ভেঙ্গে গেছে আর অপর দুটি পাইপের নিচ তলার অংশ খসে নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় উপরের মল-মূত্র ধুনট উপজেলা পরিষদ ও ধুনট বাজারে চলাচলের রাস্তায় পরে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ পথে হিন্দু ধর্মালম্বীদের দুর্গা মন্দির, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষকা, ছাত্র/ছাত্রী, ধুনট শিল্প কলা একাডেমীর শিক্ষক, ছত্র/ছাত্রী ও ধুনট বাজারে অসংখ্য পথচারী যাতায়াত করে।
এ ব্যাপারে পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা মোঃ হামিদুর রহান জানান, এ বিষয়টি আমাদের জানা নেই। উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন জানান, অল্প কিছু দিনের মধ্যেই নতুন ভবন নির্মাণ করা হবে। এ পুরাতন ভবনটি নিলামে টেন্ডার দেয়া হয়েছে। নতুন ভবন নির্মাণ হলে এ সমস্যা নিরসন হবে।