বার্তা ডেস্কঃ
দেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ)’-এর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
রোববার দুপুরে লালমনিরহাট শহরের পাশে বিমানঘাঁটি এলাকায় অস্থায়ী ক্যাম্পাসে কেক কাটার মাধ্যমে অ্যাকাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম।
এ ধরনের বিশ্ববিদ্যালয় দেশের প্রথম। দক্ষিণ এশিয়ায় এটি নবম। চলতি শিক্ষাবর্ষে প্রায় ৭ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে ১৫০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে এবং তারা ভর্তির সুযোগ পেয়েছে।
২০২০ সালের লালমনিরহাট বিমানঘাঁটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অ্যাকাডেমিক ভবনের প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ।
এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই আগামীতে দেশের মাটিতে এভিয়েশন ও মহাকাশ বিষয়ে দক্ষ জনবল তৈরি করা সম্ভব হবে।