রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:০৬ অপরাহ্ন
সানি,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আলোচিত দহগ্রাম তিনবিঘা করিডোর ও বিলুপ্ত ছিটমহল এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন মোঃ মোতাহার হোসেন এমপি,লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান,স্থানীয় সরকার বিভাগ সিনিয়র সচিব হেলালুদ্দিন,পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল,লালমনিরহাট এসপি আবিদা সুলতানাসহ প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি পূর্ণ চন্দ্র রায়ের সভাপতিত্বে জোংড়া ইউনিয়নের বাঁশকাটা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মন্ত্রী তাজুল ইসলাম বলেন,
বিলুপ্ত ছিটমহলের উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়ন। বিলুপ্ত ছিটমহলে মসজিদ,মন্দির,স্কুল নির্মাণ,
পাকা সড়ক,ধরলা নদীতে বাঁধ,বিদ্যুত সংযোগ বিলুপ্ত ছিটবাসীর জীবন মানের চিত্র বদলে গেছে।জোংড়া ইউনিয়নকে দ্বিখন্ডিত করে রেখেছে ধরলা নদী।নদী’র এপার ওপার বাসিন্দাদের সহজে যাতায়াত করার জন্য জনগণের দাবীর প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন,মোল্লারহাট এলাকায় ধরলা নদীতে একটি ব্রীজ করার বিষয়টা সরকার বিবেচনা করবে।
এর আগে মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম বিকেল তিনটার পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার (৭৬৭০) যোগে পাটগ্রামের হেলিপোর্টে অবতরণ করেন।এরপর তাকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।সেখান থেকে দহগ্রামের তিনবিঘা করিডোর পরিদর্শনে যান।ভারতীয় বিএসএফ তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
তিনবিঘা চত্বরে মন্ত্রী তাজুল ইসলাম একটি পেয়ারা চারাগাছ রোপন করেন।বিজিবি- বিএসএফ কর্মকর্তাসহ দহগ্রাম চেয়ারম্যান কামাল হোসেন প্রধান,আ’লীগ সভাপতি সাফিউল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফুলেল শুভেচ্ছা জানানো হয় মন্ত্রীকে।তিনবিঘা’র আম্রকাননে মন্ত্রী তাজুল ইসলাম বলেন,দহগ্রামবাসীর ২৪ ঘন্টা চলাচল শেখ হাসিনা সরকারের ফসল।তিনবিঘাতে যাতে দু’দেশের লোকজন নির্বিঘ্নে চলাচল করতে পারে,স্বাধীনতা থাকে এজন্য দহগ্রামবাসী ফ্লাই ওভার প্রস্তাব করলে মন্ত্রী বলেন,বিষয়টা আলোচনা করা হবে।
Leave a Reply