মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১১:১৫ অপরাহ্ন
জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে, কবর স্থান, গুচ্ছ গ্রাম ও মসজিদ মাঠে বৃক্ষরোপণ করা হয়।
বুধবার (৩০-সেপ্টেম্বর) সমন্বয় ফাউন্ডেশন ঢাকার আয়োজনে ফলজ, ঔষধী এবং কাঠ বৃক্ষ রোপন কালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, হালিমুর রহমান, দেলোয়ার হোসেন, সমন্বয় প্রতিনিধি মোহাম্মদ মিশুক আহম্মেদ বর্ষ, সাংবাদিক মোহাম্মদ আলী সানু প্রমূখ।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকারে নানা মুখী উন্নয়ন মূলক কর্মকান্ডের মধ্যে বৃক্ষরোপন অন্যতম। গাছ পরিবেশ বান্ধব বন্ধু, গাছ আমাদের পরিবেশের ক্ষতিকর কার্বন-ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ অপরিসীম ভূমিকা পালন করে। আমরা ১টি গাছ কাটলে, ২টি গাছ লাগাবো। এছাড়াও তিনি দেশ উন্নয়নে সরকারের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের মহতি উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন।
Leave a Reply