বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৮:৪৬ পূর্বাহ্ন
জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের হতদরিদ্র সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (৩-জুন) সকালে আরডিআরএস বাংলাদেশ ডিমলা উপজেলা শাখা অফিস চত্ত্বরে বে-সরকারী সংস্থা এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে চলমান নোভেল ভাইরাস (কোভিড-১৯) সংক্রামন এড়াতে উপস্থিত ক্লাবের সকল কিশোর-কিশোরীদের নিয়ে সচেতনতা ও নানা দিকনির্দেশনা মূলক আলোচনা সভা শেষে ইউনিসেফ এর সহযোগিতায় ইসিএম প্রকল্পের ৮০ জন হতদরিদ্র কিশোর-কিশোরীদের কে আর্থিক হিসেবে ১ লক্ষ ১০ হাজার ৭৫ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় সোনার তরী, আশার আলো, আমরাও পারি, চলো পাল্টাই ও আর্দশ কিশোর-কিশোরী কাবের সকল সদস্যবৃন্দ সহ বাংলাদেশ আরডিআরএস উপজেলা শাখার এরিয়া ম্যানাজার নিখিল চন্দ্র অধিকারী, এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আমির হোসেন, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর
Leave a Reply