বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৯:১৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্কঃঃ বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের আয়োজনে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার চৌরাস্তা মোড়ে বুড়িমারীতে আবু ইউনুস মোঃ সহিদুন্নবী জুয়েলকে পবিত্র কোরআন অবমাননা গুজবে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের পাটগ্রাম উপজেলা আহবায়ক জিয়াউর রহমান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন, সাবেক ছাত্র নেতা শহিদুল্লাহ লিয়ন, কৃষক লীগের কুচলিবাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, দোষীরা যেন কোন ভাবেই আইনের ফাঁকে বের হতে না পারে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান। যারা এধরণের অপরাধের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করেআইনেরআওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ।
Leave a Reply