পাটগ্রাম:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জগতবেড় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন । দ্বি-বার্ষিক সন্মেলনে জগতবেড় ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহফুজার রহমান মিলনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন রাজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ – সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আমির হামজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সপিকার রহমান, প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহিম, জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ শহীদুল্লাহ্ প্রধান, আমন্ত্রিএ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল , সাধারন সম্পাদক হাফিজুল হক প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শ্যামলসহ জগতবেড় ইউনিয়ন বিএনপির নেতৃত্বেবৃন্দ।
দ্বি-বার্ষিক সন্মেলনে মাহফুজার রহমান মিলনকে সভাপতি ও আনোয়ার হোসেন রাজনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।