বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৯:৫৮ পূর্বাহ্ন
এম জি মানিক-
ফিরিয়ে তুমি দেবে কি আমায়?
কখনো যদি তোমাকে শুধাই?
যাবে কি অদূরে চলে তুমি?
যদি ভালোবাসি বলি তোমায়?
আমারি স্পর্শে কি তোমার
হৃদয়ে বৃষ্টি কখনো হয়?
না বলোনা কিছুই তুমি, যদি
ভালোবাসি বলি তোমায়।
আমি চাই শুধু তোমার হতে।
তোমার নি:শ্বাসে, বিশ্বাসে।
আমার সব কিছু তোমার হাতে।
চাইলেই নিতে পার প্রাণ আমার।
একাকী নি:সঙ্গ জীবন;
তোমারি করে নেবে কি আপন!
তোমারি পাশে মনেরি আকাশে
রেখো আমায় আপন করে।
আর তো কিছু চাই না আমি।
Leave a Reply