বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১০:০১ পূর্বাহ্ন
বার্তা ডেক্সঃ করোনাভাইরাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন এই ব্যক্তি। হাসপাতাল ছাড়ার আগে তাঁকে জীবাণুমুক্ত করছেন স্বাস্থ্যকর্মী। ছবি: এএফপি
করোনাভাইরাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন এই ব্যক্তি। হাসপাতাল ছাড়ার আগে তাঁকে জীবাণুমুক্ত করছেন স্বাস্থ্যকর্মী। ছবি: এএফপি
করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হচ্ছে চীনে। দেশটিতে আজ মঙ্গলবার মাত্র একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বিদেশ থেকে আসা ২০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চীন ছাড়া অন্য দেশগুলোয় এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণের হার বেশি। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। ১৪৫টি দেশে ১ লাখ ৮১ হাজার ৫০০ জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চীনা কর্তৃপক্ষ গত ১১ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ জারি করেছে। সংক্রমণ ঠেকাতে জনগণকে তাঁদের বাড়িতে থাকতে বলা হয়েছে। বেশির ভাগ এলাকায় মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আর এসবের প্রভাবে হুবেই প্রদেশের বাইরে বেশ কয়েক দিন ধরে নতুন কেউ আর করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।
তবে চীন এখন উদ্বিগ্ন বাইরের দেশ থেকে আসা মানুষ নিয়ে। প্রতিদিন গড়ে ২০ হাজার মানুষ আকাশপথে চীনে আসে।
এএফপির খবরে জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উহানে কেবল একজন আক্রান্ত হয়েছে। চীন মনে করছে, প্রাথমিকভাবে এই ভাইরাসের সংক্রমণে লাগাম টানা গেছে।
গতকাল সোমবার বিদেশ থেকে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে ঘোষণা দিয়েছে বেইজিং। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারীদের নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, বিদেশ থেকে আসা যে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত, তাঁদের মধ্যে তিনজন সাংহাইতে, নয়জন বেইজিংয়ে আছেন। এই ২০ জনকে নিয়ে বিদেশ থেকে আসা করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে ১৪৩-এ।
জাতীয় স্বাস্থ্য কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত মানুষের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ২২৬-এ।
দেশটিতে ৮০ হাজার ৮৮১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে। তবে ৯ হাজারের কমজনের মধ্যে সংক্রমণ রয়েছে।
Leave a Reply