বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ১২:১০ পূর্বাহ্ন
আশরাফুল ইসলাম:: উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলের মাধ্যমে নিয়োগ কার্যক্রম বাস্তাবায়নের দাবীতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামেন ২৫ সেপ্টেম্বর শুক্রবার হতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচী চলমান রয়েছে ।
বঙ্গবন্ধুর বাংলায় অনিয়ম দুর্নীতির ঠাই নাই , মমতাময়ী মায়ের নিকট প্যানেলের মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচী পালন করা হয়।
গত ২০১৮ সালে কৃষিসম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর কর্তৃক উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগে কার্যক্রমের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে ও উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলের মাধ্যমে নিয়োগ কার্যক্রম বাস্তাবায়নের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচী আজ শুক্রবার হতে চলমান রয়েছে। এ অবস্থান কর্মসূচীতে সারাদেশ হতে আসা নিয়োগ বঞ্চিতদের অংশ গ্রহনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচীতে বক্তব্যে প্যানেলের মাধ্যমে উক্ত পদে নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের দাবী জানান।
Leave a Reply