এ হামিদ সরকার নীলফামারী জেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমানে সারা বিশ্বেই অর্থনৈতিক খারাপ অবস্থা চলছে। এ পরিস্থিতি বিবেচনায় আমাদের সবাইকে আরও মিতব্যয়ী ও সাশ্রয়ী হতে হবে। কে, কী বললো তাতে কান দেওয়া যাবে না।’ সরকার মানুষের ভাগ্যের উন্নয়ন ও দেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় নিউক্লিয়ার রি-অ্যাক্টর প্রেশার ভেসেল (চুল্লি) স্থাপনের কাজ উদ্বোধন করে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছি। জ্বালানি সংকটের কারণে এখন বিদ্যুতের উৎপাদনে কিছুটা সমস্যা হচ্ছে। খুব শিগগিরই এটা কেটে যাবে। দেশের কেউ অন্ধকারে থাকবে না।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি ২০২৩ সালে প্রথম ইউনিট চালু করতে পারবো। ২০২৪ সালে দ্বিতীয় ইউনিটও চালু হবে। এর মাধ্যমে দেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’