বার্তা ডেস্কঃ
পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে যাওয়ার পর এটিকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেসব ঘটনা তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সেতু আমাদের প্রতিশোধের প্রতীক।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রোববার কয়েক শ গণমাধ্যমকর্মীকে পদ্মা সেতু পরিদর্শন করানো হয়। এরপর সেখানে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন সকাল ৬টা থেকে এই সেতুতে যানবাহন চলাচল শুরু হবে।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু এখন কোনো স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তব। এই সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সেতু্। এই সেতু আমাদের সামর্থ্য, সক্ষমতার সেতু। এই সেতু একদিকে সম্মানজনক ও মর্যাদার প্রতীক, অন্যদিকে আমাদের অপমান করা হয়েছিল সে অপমানের প্রতিশোধের প্রতীক।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা একা নয়, গোটা বঙ্গবন্ধু পরিবারকে টার্গেট করা হয়েছিল।’ তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংকের অর্থায়ন ছাড়া এটি সম্ভব নয় বলে অনেককে বিদ্রুপ করতে দেখেছি। মন্ত্রী-সচিবদের অ্যারেস্ট করানোর জন্য উঠেপড়ে লেগেছিল। যতই সমালোচনা হয়েছে, আমাদের মনোবল আরও দৃঢ় হয়েছে। এই সেতু হচ্ছে শেখ হাসিনার অসীম সাহসের ফসল।’
সেতুমন্ত্রী বলেন, যতদিন পদ্মা সেতু থাকবে, ততদিন শেখ হাসিনার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হবে। পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে ও ম্যানুয়ালি উভয় পদ্ধতিতে টোল আদায় করা হবে বলে জানান তিনি। বলেন, পদ্মা সেতুর স্থায়ীত্বকাল ১০০ বছর ধরা হয়েছে।